বইয়ের নাম : স্মৃতির পাতা
কবি মো: খোরশেদ আলম
১.স্মৃতির পাতা
মো : খোরশেদ আলম
স্মৃতির পাতায় লিখে রেখেছি তোমায়
মনে পড়লে মাঝে মাঝে দেখি ।
মনেরি পাতা শুন্য করেছি
তবুও মুছে যায়নি তোমার স্মৃতি।
অনেক বার চেয়েছি ভুলিতে তোমায়,
ভুলিতে তো পারিনা ,
তোমার ব্যথা বারে বারে এসে, দেয় যে যন্ত্রণা ।
যাকে গিয়ে বলি সেই যায় চলি , উত্তর মিলেনা।
আমারি হৃদয় পুরে হীনতায় ,
মাঝে মাঝে আবার অসয্য যন্ত্রণা ।
বুঝাতে চেয়েছি কত কিছু তোমায় ,
বুঝতে চাইলে না ,
শুন্য পথে ফেলে চলে গেলে তুমি,
ফিরে ও তাকালেনা।
কত ডেকেছি তোমায় মনেরি ভুলে,
আস যদি তুমি ফিরে ,
ক্ষনিকের নামটি যায় যে ভুলে,
তবুও তুলে রেখেছি তোমার নামটি
হৃদয়ের পাতায়, মাঝে মাঝে মনে আসে
উজান স্রোতের পাল তুলে ।
নদীর বুকে আসে যখন ভাঁটা,
মনে পড়ে তার স্মৃতি
আবার যখন কানায় কানায় ভরে,
শুনা যায় সুর-সংগীতি।
আমারি সুর তেমনি সুর যেমন নদীর বুকে,
নদী যদিও থাকে সুখে ,
আমারি হৃদয় কাঁদে মাঝে মাঝে বন্ধু হারানো শোঁকে ।
মনেরি মাঝে ছিদ্র হয়েছে বাবুই গাছের কাঁটায় ,
হয় তো এখন মনেরি কথা আসা যাওয়া করে
গুরে স্মৃতিরই পাতায়।
স্মৃতির পাতায় লিখে রেখেছি তোমায়
মনে পড়লে মাঝে মাঝে দেখি ।
মনেরি পাতা শুন্য করেছি
তবুও মুছে যায়নি তোমার স্মৃতি।
অনেক বার চেয়েছি ভুলিতে তোমায়,
ভুলিতে তো পারিনা ,
তোমার ব্যথা বারে বারে এসে, দেয় যে যন্ত্রণা ।
যাকে গিয়ে বলি সেই যায় চলি , উত্তর মিলেনা।
আমারি হৃদয় পুরে হীনতায় ,
মাঝে মাঝে আবার অসয্য যন্ত্রণা ।
বুঝাতে চেয়েছি কত কিছু তোমায় ,
বুঝতে চাইলে না ,
শুন্য পথে ফেলে চলে গেলে তুমি,
ফিরে ও তাকালেনা।
কত ডেকেছি তোমায় মনেরি ভুলে,
আস যদি তুমি ফিরে ,
ক্ষনিকের নামটি যায় যে ভুলে,
তবুও তুলে রেখেছি তোমার নামটি
হৃদয়ের পাতায়, মাঝে মাঝে মনে আসে
উজান স্রোতের পাল তুলে ।
নদীর বুকে আসে যখন ভাঁটা,
মনে পড়ে তার স্মৃতি
আবার যখন কানায় কানায় ভরে,
শুনা যায় সুর-সংগীতি।
আমারি সুর তেমনি সুর যেমন নদীর বুকে,
নদী যদিও থাকে সুখে ,
আমারি হৃদয় কাঁদে মাঝে মাঝে বন্ধু হারানো শোঁকে ।
মনেরি মাঝে ছিদ্র হয়েছে বাবুই গাছের কাঁটায় ,
হয় তো এখন মনেরি কথা আসা যাওয়া করে
গুরে স্মৃতিরই পাতায়।
২. প্রেমের সাথে আড়ি
- মোঃ খোরশেদ আলমপ্রেমের সাথে আড়ি আমার
প্রেমের সাথে পাড়ি ,
প্রেমের জন্য ছাড়লাম ঘর
ছাড়লাম ভিটা বাড়ি।
প্রেম দহনে জ্বলে হৃদয়
প্রেমের খরায় পুড়ি ,
প্রেমের জন্য হৃদয় পাষাণ
প্রেম পাওয়াতে চুরি।
প্রেমের তরে হৃদয় দিলাম
প্রেমের আশায় ঘর ,
প্রেমের জ্বালা বড় জ্বালা
প্রেমের জন্য পর।
৩. প্রেম
- মোঃ খোরশেদ আলমতুমি আমাকে প্রেম দাও
আমি তোমাকে প্রেমের স্বাদ দিবো।
তুমি আমার চোখে চোখ রাখো
আমি তোমাকে প্রেমের ভাষা শেখাবো ।
তুমি আমার হাতে হাত রাখো
আমি তোমাকে প্রেমের বাহুডোরে বেঁধে নিবো।
তুমি আমার হাতে হাত রাখো
আমি তোমাকে প্রেমের বাহুডোরে বেঁধে নিবো।
তুমি আমাকে জড়িয়ে রাখো
আমি তোমাকে প্রেমের পরশ দিবো ।
৪. ১৫ মিনিট
- মোঃ খোরশেদ আলমঘড়ির কাটায় তখন ছিল ১০ বেজে ১৫ মিনিট
সালটি ছিল ২০১৬ সালের ১২ জানুয়ারি ,
তাড়াহুড়া করে উঠে বসা ছোট্ট পিক্যাপে
আসনটি ছিল অচেনা মেয়ে তোমার পাশে
লজ্জা পেয়েছি যখন দেখেছি তোমার হরিণী দৃষ্টি
চোখ দুটি কাজলের কালিতে আঁকা।
চলন্ত গাড়ি যেন উড়ন্ত পঙ্খী উড়ছে যেন বাতাসে
মাঝে মাঝে তুমি হেলিয়ে দিলে নরম শরীর
অনুভব নিয়ে ছিলে বুঝি গা ঘেঁষে?
মুচকি হাসনে মাথা নুইয়েছ লজ্জায় মরি মরি
অনুভবে তুমি কি পেয়ে জানিনা ওহে অচেনা সুন্দরী।
উড়ন্ত পঙ্খী হঠাত করে থেমে গেল উড়ার সময় বলে শেষ ,
এমন ধাক্কা দিলে তুমি লাগছিল গায়ে বেশ!
চলে যাওয়া তোমার আমি ও চলি দুজন দিকে
বার বার তুমি ফিরে চাইছ শত লোকের ফাঁকে ।
বুঝিনি তখন তোমার অনুভতি যখন ছিলে পাশে
জানিনা হে অচেনা মেয়ে ভাললেগে কি আমাকে ।
৫. নর কে তুমি কে
- মোঃ খোরশেদ আলমছেলের কারণে তুমি মেয়ে
কিশোরের কারণে কিশোরী
তরুণের কারণে তুমি তরুণী
ভ্রমরের কারণে তুমি মধু।
যুবকের কারণে তুমি যুবতি
পুরুষের কারণে নারী
প্রেমের কারণে তুমি প্রেমময়
ভালবাসায় একে অন্যের সাথী ।
স্বামীর কারণে তুমি স্ত্রী
সংগসারের কারণে সংসারী
বাবার কারণে তুমি মাতা
মমতার কারণে মমতাময়ী।
বৃদ্দের কারণে তুমি বৃদ্দা
মানবের কারণে মানবী
বিধাতার কারণে তুমি আমি
জীবনের কারণে জিন্দা ।
No comments:
Post a Comment