আমি আমার বাবাকে
ভালবাসি,
তাইতো বাবার কাছে বারেবারে ফিরে
আসি,
বাবা তুমিতো
জান, আমি তোমায় কত ভালবাসি ?
হৃদয়ে আমার অস্রু
ঝড়ে,
বাবা যখন থাকেনা
ঘরে ।
, ছোট্ট বেলা
বসে কাদ্তাম,
মা জখন
রাগ করতো মোরে।
মনে মনে
বলতাম কত কথা,
বাবা আসলে
বলব তারে,
মা সুদু
আমায় মারে।
বাবা আমার
ভারি ভাল,
এক বলাতে
আদর করে,
সুনত যখন আমার
কথা,
রাগ কত
সামনে মা’ রে,
আমি তখন মজা
পেতাম বকত যখন বাবা
মা’রে,
আজ বাবা
নেই পাসে আমি
আছি দুর দেশে,
বসে বসে
গুমরে কাদি।
বাবা, ও
বাবা!
তোমায় কত ভালোবাসি ।
I love my father very much,
No comments:
Post a Comment